বাবুগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামের এক জমি ব্যবসায়ীকে বুধবার গভীররাতে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত হারুন মোল্লা (৪৫) ওই গ্রামের মৃত কদম আলী মোল্লার পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে বিমান বন্দর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হারুন মোল্লা। মধ্যরাতের সে বাড়িতে ফিরে না আসায় ও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় স্বজনেরা তাকে খুঁজতে নামেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে বাড়ি পার্শ্বের একটি মাঠে হারুন মোল্লার লাশ পড়ে থাকতে দেখে তাৎক্ষনিক থানা পুলিশকে খবর দেয়া হয়।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি গামছা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্র ও লাঠীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই