তীরবিদ্ধ হয়ে ২৪০ কিলোমিটার পেরিয়ে হাসপাতালে
অফুরন্ত জীবনী শক্তি। মাথায় অর্ধেক গেঁথে রয়েছে একটি তীর। এই অবস্থাতেই ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছালেন এক ব্যক্তি। তিনটি জেলা পেরিয়ে যখন ওই ব্যক্তি হাসপাতালে ঢুকছেন তখন তাকে দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসক, নার্সদের। অস্ত্রোপচার করে তীরটি বের করে তাঁকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ডাক্তাররা।
ভারতের মধ্য প্রদেশের আলীরাজপুর জেলার আদিবাসী সম্প্রদায় ভিলদের মধ্যে তীর-ধনুকের ব্যবহার রয়েছে। গোষ্ঠী দ্বন্দ্বে মাঝে মধ্যেই তীরবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, একটি বিয়ের অনুষ্ঠানে গোষ্ঠী দ্বন্দ্বে ভিল সম্প্রদায়ের যুবক প্রকাশকে তীর মারে অর্জুন নামে তাঁরই এক আত্মীয়। মাথায় অনেকটা গভীরে গেঁথে যায় তীরটি। একটুও ভয় না পেয়ে মাথায় গাঁথা তীর কয়েক কিলোমিটার হেঁটে গিয়ে নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করেন প্রকাশ। ধর, বাদওয়ানি ও খরগাঁও এই তিন জেলা পেরিয়ে ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ইন্দোরে হাসপাতালে পৌঁছন প্রকাশ।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইনের কাছে টিস্যু ছুঁয়ে রয়েছে তীরটি। আর সামান্য ভেতরে ঢুকলে ব্রেইন নষ্ট হয়ে যেত প্রকাশের।
মন্তব্য চালু নেই