বাবা মা বুড়ো আর একাকী হয়ে গেলে তাদের অবহেলা করা হয় কেন ?

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বাবা মা বুড়ো হয়ে গেলে বা একাকী হয়ে গেলে তাদেরকে অবহেলা করা হয়ে থাকে। এর কারণ হিসেবে কিছু বিষয় উঠে এসেছে।
কারণ :

– বুড়ো বাবা মায়ের মূল্য সন্তানদের কাছে কমে আসে।

– বাবা মায়ের উপরে থাকা কোনো ক্ষোভের কারণে।

– সম্পত্তির ঝামেলা মিটে গেলে।

– তাদের কথা অপ্রয়োজনীয় মনে হয় বলে।

– তাদেরকে বোঝা মনে হয় বলে।

তবে এমনটা করা একেবারেই উচিত না। সন্তানদের বিবেকের কাঝে প্রশ্ন করা উচিত যে তারা যা করছে তা কতটুকু যৌক্তিক। তাদের ভাবা উচিত বাবা মায়ের জন্যই তারা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছেন। আর এজন্য বাবা মায়ের অবহেলা না করে তাদের যথোপযুক্ত মূল্যায়ণ করা উচিত।



মন্তব্য চালু নেই