রাজশাহীতে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী শাহাপুর, চকসিংগা, দিয়াড়পাড়া, উত্তর পাঁচপাড়া গ্রামে ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাব।
এ সময় আটটি কারখানার মালিক আটজন ব্যবসায়ীকে দুই লাখ ১২ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে। দুই হাজার ৮১০ কেজি ভেজাল গুড়সহ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ ৪১ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-৫, রাজশাহীর সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমিন জানান, ভেজাল গুড় ব্যবসায়ী শরিফুল ইসলামকে ২০ হাজার, ঝর্না বেগমকে ১০ হাজার, জুয়েল আলীকে ৫০ হাজার, ফিরোজ হোসেনকে ৫০ হাজার, সাহার আলীকে ১০ হাজার, মিঠুন আলীকে ১০ হাজার, মোস্তফা হোসেনকে ২০ হাজার, মামুন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই হাজার ৮১০ কেজি ভেজাল গুড়সহ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
যার মূল্য ৫০ টাকা কেজি হিসেবে এক লাখ ৪১ হাজার টাকা। তাদের দুই মাস থেকে চার মাসের জেল অনাদায়ে দুই লাখ ১২ হাজার টাকা ২০ জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা পরিশোধ করায় দন্ডদেশ থেকে মুক্তি পেয়েছেন ।
মন্তব্য চালু নেই