চাটমোহরে স্কুলছাত্রী ধর্ষনের চেষ্টায় মামলা দায়ের

পাবনার চাটমোহরের পল্লীতে এক কিশোরীকে ধর্ষনের চেষ্টায় থানায় মামলা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের মৃত ইকবাল প্রামাণিকের মেয়ে চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট (মডেল) উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মোছাঃ সীমা খাতুন (১৫) কে একই গ্রামের আলহাজ্ব মোঃ রমজান আলীর ছেলে মোঃ মোক্তার হোসেন বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল। সীমাকে মোক্তার বিভিন্ন সময়ে নানা অঙ্গভঙ্গি করে আসার পাশাপাশি কু-প্রস্তাব দিতো।

মোক্তারের কুপ্রস্তাবে সীমা সারা দেয়ায় গত ২৮ এপ্রিল সন্ধ্যায় সীমার মা চিকন বিবি মাঠে ছাগল আনতে গেলে সেই সুযোগে লম্পট মোক্তার সীমাদের বাড়ীতে গিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে।

এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোক্তার হোসেন (৪৫) পালিয়ে যায়। এঘটনায় গত সোমবার রাতে কিশোরী সীমা খাতুন বাদী হয়ে চাটমোহর থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেছে। লম্পট মোক্তার পলাতক রয়েছে।



মন্তব্য চালু নেই