কর বাড়ছে তৈরি পোশাক খাতে
আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক রফতানির ওপর উৎসে আয়কর বাড়ানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ইঙ্গিত দেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পোশাক খাতকে ইতিমধ্যে নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এখন সময় এসেছে একটু আদায় করার। বর্তমানে তৈরি পোশাক রফতানির ওপর উৎসে আয়কর আছে ০.৩০ শতাংশ। এর আগে ছিল ০.৮০ শতাংশ। এটাকে আগের অবস্থায় নিতে পারলে রাজস্ব আয় বাড়বে।’
সেমিনারে বিআইডিএস-এর জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদের এক উপস্থাপনায় দেশের তৈরি পোশাক খাত ও নগদ সহায়তাসহ বিভিন্ন বিষয়ে বেশি সহায়তা পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
মন্ত্রী আরো বলেন, ‘শিগগিরই বিভিন্ন খাতে নগদ সহায়তার হারও সংশোধন করা হবে। এ বিষয়টি আমরা পর্যালোচনা করছি। এটি কোন খাতে কত হবে তা বাজেটের পর ঘোষণা করা হবে।’
অনুষ্ঠানে অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, নগদ সহায়তা ‘যৌক্তিকীকরণ’ করা হবে। তিনি বলেন, ‘এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। এরপর তা চূড়ান্ত করা হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডিএস`র মহাপরিচালক ড. কেএএস মুরশিদ। এ সময় বিআইডিএস`র সচিব মো. ঈমানুর রহমান, গবেষণা পরিচালক বিনায়ক সেন, প্রশাসনিক কর্মকর্তা মো. বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই