ফালুর জামিন প্রশ্নে বিব্রত হাইকোর্ট

গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে বাড্ডা থানায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুর জামিন শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার ফালুর জামিন আবেদনের শুনানির সময় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিব্রত হন।

আদালতে ফালুর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট বারের সভাপিত খন্দকার মাহবুব হোসেন ও ব্যরিস্টার রুহুল কুদ্দস কাজল। তাদের সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।

২০ দলের ডাকা হরতাল অবরোধের সময় নাশকতার অভিযোগে ১ ফেব্রুয়ারি বাড্ডা থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছিলেন।



মন্তব্য চালু নেই