অবমাননা : ২৩ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে রুলের পরবর্তী শুনানি ১৪ মে
ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আনু মুহাম্মদসহ ২৩ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন।
সাংবাদিক ডেভিড বার্গম্যানকে শাস্তি দেওয়ার বিষয়ে বিবৃতি দেওয়ায় গত ১ এপ্রিল ২৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রুল জারি করেন ট্রাইব্যুনাল।
অভিযুক্ত অন্যরা হলেন- শিরিন হক, আলী আহম্মেদ জিয়া উদ্দিন, সিআর আবরার, লুবনা মারিয়াম, মুক সাথী, তিত্রা আলী, দেলোয়ার খোকন, মাসুদ খান, জিয়াউর রহমান, জরিনা নাহার কবির, ফরিদা আক্তার, বিনা ডি কস্ট্রা, আফসান চৌধুরি, রেহনুমা আহমেদ, শহিদুল আলম, শবনাম নাদিয়া, মাহমুদ রহমান, নাসরিন সিরাজ এ্যানি, আনুশেহ আনাদিল, হানা শামস আহমেদ ও লিছা গাজী।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগের মামলায় সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ৫ হাজার জরিমানা করেন ট্রাইব্যুনাল। অনাদায়ে তাকে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক দ্য নিউএজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ের জামাতা।
মন্তব্য চালু নেই