যশোরে গণপিটুনিতে ডাকাত আহত ধারলো অস্ত্র ও বোমা উদ্ধার
ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে টুটুল (২৫) নামে এক ডাকাত আহত হয়েছে। কোতয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। আহত ডাকাত শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার আইয়ুব আলীর ছেলে।
যশোর কোতয়ালি থানার এসআই শোয়েব উদ্দিন আহমেদ জানিয়েছেন, শনিবার দিবগত রাত ১টার দিকে টুটুলসহ ৮/১০ জন শহরের বেজপাড়া কবরস্থান রোডের পাশে শান্তিবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় স্থানীয় জনগণ টেরপেয়ে তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলে। অন্যান্যরা পালিয়ে গেলেও টুটুলকে আটক করে গণপিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, টুটুলের কাছ থেকে তিনটি রামদা এবং ৫টি হাতা বোমা উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় তার সহযোগি নজু ডাকাত, শহরের রেল রোডস্থ খাটপট্টির শুভ, টিবি ক্লিনিক এলাকার লিটন, মুরাদ, রামজানসহ অনেকে ছিল। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি এসআই শোয়েব উদ্দিন আহমেদ জানিয়েছেন।
মন্তব্য চালু নেই