দুর্গাপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪ তম জন্মজয়ন্তী উদযাপন
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রেসক্লাব, সুজন, মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
দিন ব্যাপি কর্মসুচীর মধ্যে ছিল কবির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ। বিকালে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মোঃ মোঃ মোহন মিয়ার সভাপতিত্বে কবির জীবনীর উপর আলোচনা করেন, পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ্ হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ দেলোয়ারা বেগম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী, সুজন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, ধ্রুব সরকার প্রমূখ। আলোচনা শেষে স্থানীয় সাংস্কৃতিক সংঘ পরিবেশিত রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই