পলাশবাড়ির করতোয়া নদীতে না’গঞ্জের পূঁজারীর মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়িতে করতোয়া নদীতে ডুবে জনি চন্দ্র কর্মকার (৩০) নামক নারায়ণগঞ্জের পূঁজারীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার জয় মা কালীমন্দিরে ঠাকুর (পুরোধা) দুলাল চন্দ্র প্রতি বাংলাসনের (পঞ্জিকা মতে) ২২ বৈশাখ বার্ষিক পূঁজা উৎসবের আয়োজন করে থাকেন।
মর্মে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পূঁজারীদের সমাগম ঘটে। এরই এক পূঁজারী ছিলেন জনি চন্দ্র। সকাল ৭টার দিকে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। তিনি নায়ারনগঞ্জ জেলার কালীরবাজার এলাকার গোপাল চন্দ্র কর্মকারের ছেলে। পরে রংপুর থেকে ডুবুরী দল এসে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন। থানার উপ-পরিদর্শক হাবিব-উল-বাহার বিষয়টি নিশ্চিত করছেন। তবে জনির মৃত্যুর বিষয়ে দুলাল ঠাকুরের সঙ্গে কোন কথা বলা সম্ভব হয়নি। তিনি তখন পূজা নিয়ে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।
মন্তব্য চালু নেই