মহিলা পুলিশি দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারে সাঁথিয়ায় এ,এস,পি
পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মহিলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোক্তা আবু বকর সিদ্দিক বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রের সমাজ ব্যবস্থায় মহিলা কমিউনিটি পুলিশিং এর সদস্যরা দেশের উন্নয়নে ভুমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সমাজের নারীরা তাদের এলাকায় বাল্য বিবাহ,যৌতুক, নারী ও শিশু নির্যাতন ও মাদক দ্রব্যের বিরুদ্ধে সোচ্চার হয়, তা হলে অপরাধ মুক্ত সমাজ গড়া সম্ভব।
নারীর অধিকার আদায়, সমাজ থেকে অপরাধ দমনে নারীর ভুমিকা ও করণীয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশকে সহায়তা প্রদানসহ সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনায়নের লক্ষে ৩ দিন ব্যাপী মহিলা কমিউনিটি পুলিশিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে পি,আর,পি, ইউ,এন,ডি,পি ও বাংলাদেশ পুলিশের সহায়তায় উপজেলার ক্ষেতুপাড়া, গৌরীগ্রাম ও কাশিনাথপুর ইউনিয়নের মহিলা কমিউনিটি পুলিশিং এর সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দেন, সাঁথিয়া থানা ওসি শাহিদ মাহমুদ খান, এস,আই (কমিউনিটি পুলিশিং এর সি,পি,ও) হাসান তৌফিকুল ইসলাম প্রমুখ।
মন্তব্য চালু নেই