বেনাপোল সীমান্তে ৪৭ নারী-পুরুষ আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ পারাপারের অভিযোগে ৪৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বুধবার রাতে পুটখালি, গোগা ও কায়বা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের বাড়ি যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চলে। বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এসআই আশরাফ হোসেন সাংবাদিকদের কাছে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত সকলকে আজ বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই