বিএনপি ইতিহাস বিকৃতির তত্ত্ব বাজারজাত করছে :তথ্যমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হবার তত্ত্ব বিএনপি বাজারজাতকরণে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদি দল আয়োজিত কমরেড সুখেন্দু দস্তিদারের ৩৬তম স্মরণ সভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইনু বলেন, ‘৭৫ এর সামরিক শাসকরা বাংলাদেশের গণতন্ত্র ও ইতিহাসকে নির্বাসনে পাঠিয়েছিল। বিএনপি এবং খালেদা জিয়া সেই সামরিক শাসকদের মতই ইতিহাস বিকৃতির চর্চা করছে। তারা জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হবার তত্ত্বটি বাজারজাতকরণে লিপ্ত।’

কমরেড দস্তিদার সম্পর্কে তিনি বলেন, ‘কমরেড দস্তিদার সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার আদর্শকে বুকে ধারণ করে আমাদের সকল নেতা-কর্মীদের বাংলার মানুষকে এই বিভ্রান্তিকর ইতিহাস থেকে রক্ষা করতে হবে।’

বাংলাদেশ সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতি হারুন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ধিরেন শিং, অ্যাডভোকেট বিরেন সাহা প্রমুখ।



মন্তব্য চালু নেই