গাইবান্ধায় ডাকাতি হওয়া ৭০ বস্তা চাল উদ্ধার, গ্রেফতার-৪
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার একটি চাতালের গুদামঘর ডাকাতির ঘটনায় ৭০ বস্তা চাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার থেকে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে চাল উদ্ধার ও তাদের আটক কওে পুলিশ ।
সাদুল্যপুরের ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক জালাল উদ্দিন জানান, পলাশবাড়ী উপজেলার রাইগ্রামের আনিস মিয়ার চাতালের গুদামঘরের তালা ভেঙ্গে ও নৈশ প্রহরী আব্দুল হাইকে বেঁধে রেখে মঙ্গলবার ভোর রাতে ২৫০ বস্তা চাল ডাকাতি করে ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ ঢাকাত চক্র। পরে চালের বস্তাগুলি ট্রাকে করে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজারের একটি ঘরে রাখেন তারা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ৪ জনকে আটক করা হয়। ডাকাতি হওয়া চালের অন্য বস্তাগুলো উদ্ধারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে। চাতাল মালিক আনিস মিয়া বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মন্তব্য চালু নেই