‘কামারুজ্জামানকে সিদ্ধান্ত নিতে হবে আজই’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াত নেতা কামারুজ্জামানকে আজই সিদ্ধান্ত নিতে হবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, কামারুজ্জামান প্রাণভিক্ষা চাইলে রাষ্ট্রপতির কাছে আবেদন পাঠানো হবে। আর না চাইলে রায় দ্রুত কার্যকর করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিচারপতিদের দিকনির্দেশনা অনুসরণ করে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে।
এর আগে বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেন অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে তার পাঁচ আইনজীবী। সাক্ষাৎ শেষে বেলা ১১টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হয়ে শিশির মনির সাংবাদিকদের জানান, মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে কামারুজ্জামান তাদের কোনো সিদ্ধান্ত দেননি। তবে এ ব্যাপারে আইনে যে বিধিবিধান রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য চালু নেই