কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন যে পাঁচ আইনজীবী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারে তার রিভিউ আবেদনের রায় পড়ে শোনানো হয়।

এরপর কারাকর্তৃপক্ষ তার কাছে জানতে চায়, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করবেন কিনা। এর জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি আমার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত নিতে চাই। এ জন্য তিনি কারাকর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সময় চেয়েছেন। কারাকর্তৃপক্ষ তাকে সময় দিয়েছেন।

এর ফলে বৃহস্পতিবার কামারুজ্জামানের আইনজীবীদের মধ্যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করতে যাবেন। এই পাঁচজন হলেন- অ্যাডভোকেট শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট আসাদ উদ্দিন এবং অ্যাডভোকেট মুজিবুর রহমান।



মন্তব্য চালু নেই