আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হুদাপুটিয়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হুদাপুটিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা তাসির ও বিশারতের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ওই গ্রামের মুক্তার, মোহন, মুসা, আশরাফুল, মজিবুর, খাজা, সাজন বেগম, হাসনাহেনা বেগম, নবীরণ খাতুনসহ ১০ জন আহত হয়েছেন।
হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের এসআই শামুসুজ্জোহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য চালু নেই