রাজনীতিতে বৈষম্য দূর করে পদক পেলো বাংলাদেশ

রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য আন্তর্জাতিক সংস্থা ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম’র সম্মানসূচক ‘ডব্লিউআইপি ২০১৫’ পদক পায় বাংলাদেশ।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় গত ২৫ মার্চ আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর সেই পদক সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক গবেষণায় বলা হয়, বিশ্বে রাজনৈতিক ক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য কমিয়েছে এমন শীর্ষ দশটি দেশের অন্যতম হলো বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট’ এর র‌্যাংকিং অনুযায়ী শীর্ষ দেশগুলোকে ডব্লিউআইপি-২০১৫ পদক প্রদান করা হয়েছে।



মন্তব্য চালু নেই