বেঁচে গেলেন ২০৬ বিমানযাত্রী, ঢাকায় জরুরি অবতরণ

অল্পের জন্য বেঁচে গেলো ২০৬ জন বিমানযাত্রী। কারিগরি ত্রুটির কারণে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, বিমানটি সিঙ্গাপুর থেকে প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে চা্ন। প্রাথমিকভাবে ধারণা করছি যে, যান্ত্রিকত্রুটির কারনেই সম্ভবত বিমানটি জরুরি অবতরণ করেছে। পরে তদন্তে বিষয়টি পরিস্কার হবে।

ঢাকায় সিগনাল না পেয়ে বিমানটি চট্টগ্রামে হযরত শাহ আমানত বিমানবন্দরে ছুটে যায়। সেখানেও ক্লিয়ারেন্স না পেয়ে বিমানটি ফের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিমানটি অবতরণ করে বলে জানান।



মন্তব্য চালু নেই