শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল

শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজের অডিটরিয়ামে ‘শিক্ষার বৈপ্লবিক উন্নয়নে বর্তমান সরকার’ শীর্ষক সেমিনার ও জাতীয় প্রতিনিধি সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল তৈরী করা হচ্ছে। বেতনও অনেক বেশি হবে।’

তিনি বলেন, ‘শিক্ষকরা না পড়ালে দেশ ও জাতির উন্নয়ন হবে না। তারা ভালোভাবে না পড়ালে দেশ ক্রমেই পিছিয়ে পড়বে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।’

খুব শিগগিরই আলাদা বেতন স্কেল ঘোষণা করা হতে পারে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে কাজ চলছে।

‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও সংগঠনের সদস্য সচিব শাজাহান আলম সাজু।



মন্তব্য চালু নেই