সুন্দরগঞ্জে বালুর কৌটায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরশহরের ২ শিক্ষা প্রতিষ্ঠানে লাল কাপড় মোড়ানো বালু ভর্তি কৌটা দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে অজ্ঞাতরা।
জানা যায়, কে বা কাহারা পৌরশহরের ২বালিকা উচ্চবিদ্যালয়ের বিভিন্ন স্থানে লাল কাপড় মোড়ানো ৭টি কৌটা রেখে যায়।
শুক্রবার সকালে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। প্রথমে কৌটা বোমা হিসাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঐ কৌটা থেকে বালু ছাড়া আর কিছুই
উদ্ধার হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
তবে কয়েকজন প্রতাক্ষদর্শীর দাবি,বাস্তবতায় কৌটাগুলো বালু ভর্তি ছিল না । আসলে কৌটাগুলো ককটেল বা বোমা।
মন্তব্য চালু নেই