চাটমোহরে বড়াল রক্ষা আন্দোলন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে বড়াল রক্ষা আন্দোলন কমিটির এক জরুরী আলোচনা সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭ টায় পৌর এলাকায় জিরো পয়েন্ট বেসরকারি উন্নয়ন সংস্থা হারডো কার্যালয়ে বড়াল নদী রক্ষা কমিটির আহবায়ক ভাষা সৈনিক এ্যাডঃ গৌড় চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়াল রক্ষা কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান প্রস্তাবনা পাঠ করে শুনান।

বক্তব্য দেন, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজু, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন,

সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা, উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাষ্টার, ডাঃ অঞ্জন ভট্টাচার্য্য, জাহাঙ্গীর আলম মধু, এ্যাডঃ লোমান গোলাম নবী মিঞা প্রমুখ।

সভায় গুমানী নদী রক্ষায় অষ্টমনিষা মির্জাপুর এলাকায় গণসচেতনতা বড়াতে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। বড়াল রক্ষা আন্দোলনের পরবর্তী কর্মসূচী সম্পর্কে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি গুমানী নদীর কিনু সরকারের জোলার মুখের উজানে রাবার ড্যাম স্থাপনে পানি উন্নয়ন বোর্ডের কিছু প্রকৌশলীর নানা অপতৎপরতা ও পরিবেশ পরিপন্থী প্রকল্প গ্রহণ ও চলনবিল অঞ্চলের বড়াল, গুমানী নদীসহ বিভিন্ন নদীবক্ষে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ক্ষতিকর রাবারড্যামসহ বিভিন্ন ক্ষতিকর প্রকল্পের প্রতিবাদে পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীগন বড়াল রক্ষা আন্দোলন কমিটিকে পাশ কাটিয়ে গোপনে বেশ কিছু পরিবেশ পরিপন্থী প্রকল্প বাস্তবায়ন করার অপচেষ্টা চালাচ্ছে। ঐসকল প্রকল্প গ্রহণ করা হলে এলাকার নদীগুলো স্বাভাবিক গতিপথ হারাবে। যার প্রভাব পরবে এ এলাকার মানুষের জীবনে।



মন্তব্য চালু নেই