শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাষ্ট্রীয় সন্ত্রাস, ঘুম, খুন, পঙ্গু করা, আটক নেতাকর্মীদের মুক্তি দাবি, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারি পরোয়ানা ও বিচার বিভাগ দলীয়করণের প্রতিবাদে শনিবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাছুম শান্ত, ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে শনিবার দুপুরে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে কাঁটাবনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বুয়েট ছাত্রদলের সভাপতি কে এস মুসাব্বির সাফি, ছাত্রদল আইইবির সাধারণ সম্পাদক ফুলন কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজিম উদ্দিন মিরাজ, শাহনেওয়াজ, সাইদুর রহমান, মঞ্জুরুল করিম মঞ্জু, সূর্যসেন হলের সাইফুল মোহসিন, গাজী আরিফ, আলতাফ হোসেন সজিব, ইউনুস পিটু, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মোহসিন ভূঁইয়া, জহুরুল হক হলের নাদির শাহ, তুহিন, এস এম হলের হাবিবুল বাসার, নাওয়াজ, এম এ রনি, এফ রহমান হলের আতাউর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুশফিক, ঢাকা কলেজের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মো. তুহিন, মাহমুদ মিনু, নোমান, জিসান, তানভির রহমান, রনি হাসান, বাংলা কলেজের ফয়েজ, সোহাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাফায়েত পাভেল, আইবির মৃনাল, আবু সুফিয়ান, ইউসুফ আলী, লালবাগের আমান, পল্টনের শিমুল প্রমুখ নেতাকর্মী মিছিলে অংশ নেয়।



মন্তব্য চালু নেই