কুয়াকাটায় ফের ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ফের ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল আকৃতির একটি মাছ। সোমবার সকাল থেকে এটি এক নজর দেখতে সেখানে উৎসুক লোকজন ভিড় জমায়।
মৎস্য বন্দর আলীপুরের বাচ্চু ফিসের মালিক আবুল হোসেন কাজীর মাছধরা ট্রলারে প্রায় ২০ মণ ওজনের এ মাছটি রবিবার গভীর রাতে ধরা পড়লে নাইউরীপাড়া ঘাটে নিয়ে আসা হয়।
এ মাছটির দু’পাশে দু’টি পাখার মত রয়েছে। প্রতিটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট করে লম্বা। এছাড়া লেজ ও মাথার অংশ পর্যন্ত লম্বায় ১২ ফুট। দেখতে অনেকটা শাপলা পাতা মাছের মতো মনে হলেও এটাকে স্থানীয় জেলারা বাদুর মাছ বলেন। স্থানীয় বাজারে এ মাছটির চাহিদা না থাকায় এক শুটকী ব্যবসায়ীর কাছে মাত্র ৪ হাজার টাকায় বিক্রি করেছে বলে জানা গেছে।

মাছটির ক্রেতা শুটকী প্রক্রিয়াজাতকারী আক্কাস উদ্দিন জানান, স্থানীয় মানুষের কাছে এ মাছটির তেমন কদর নেই। তাই এটি শুটকী করার পর চট্টগ্রামে চালান করা হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, এটি সাধারনত গভীর সমুদ্রে থাকে। মাছটি শাপলা পাতা মাছের প্রজাতি হলেও এর ইংরেজী নাম মন্টা রে ফিস। সমুদ্রে তাপমাত্রা যে স্থানে বেশি ওইসব স্থান বসবাস করে। তবে বঙ্গোপসাগর মালদ্বীপের সমুদ্র সীমানায় বেশি দেখা যায় এ মাছকে।

জেলেদের এ মাছ শিকারে সরকারের কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বাধ্যবাধকতা নেই।



মন্তব্য চালু নেই