পটুয়াখালীর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’

দ্রুত গতিতে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রোয়ানু।

শুক্রবার বিকেল ৫ টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানুর অবস্থান ছিল পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রাত আটটার দিকে ছিল ৭০৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং রাত ১১টার পরে তা দ্রুত এগিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে বলে জানিয়েছেন পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী প্রদীপ কুমার চক্রবর্তী।

তিনি দ্য রিপোর্টকে জানান, রোয়ানুর যে গতিবেগ তাতে শনিবার মধ্যাহ্নের মধ্যেই উপকুলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

তিনি আরো জানান, আকাশে প্রচুর মেঘ রয়েছে। সারারাত বৃষ্টিপাত হবে। শুক্রবার সকাল ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।



মন্তব্য চালু নেই