বান্দরবানের লামায় ঐতিহাসিক সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত
বান্দরবানের লামা কাঁচা বাজার ব্যবসায়ী সংগঠন এর উদ্যোগে ২৯ রবিঃ সানি ১৪৩৬ হিজরী রোজ বৃহস্পতিবার, মরহুম আলহাজ্ব আলী মিয়া শপিং সেন্টার চত্বরে ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল লামা বাজারে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান (নিপুল) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। বাদে জোহর থেকে রাত ১২টা পর্যন্ত ৫ অধিবেশনে দেশের বিভিন্ন নামী দামী ওলামাকেরাম মূল্যবান বক্তব্য রাখেন। কোরআন তেলাওয়াত, হাম্দ নাত, ইসলামী সংগীত ও বক্তাদের বক্তব্য শুনার জন্য দূর দুরান্ত থেকে হাজার হাজার দিনপ্রাণ মুসলমান মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী সাহেব, পীর সাহেব ন্যাগাইস দরবার শরীফ কুমিল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য কাজী মোঃ মুজিবুর রহমান। মাহফিলে সভাপতিত্ব করেন লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা দৌলত সওদাগর জামে মসজিদের খতীব হযরত মাওলানা আইয়ুব আলী আনচারী, খুটাখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আবুল ফজল সাহেব, লামা কোর্ট জামে মসজিদের খতীব হযরত মাওলানা আজিজুল রহমান সাহেব, লামা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতীব ও লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মোহাম্মদ শামছুদ্দোহা।
ঐতিহাসিক সীরাতুন্নবী (সঃ) মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে মঞ্চে ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক উদ্দিন, লামা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু মূসা ফারুকী, লামা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম, লামা কাঁচা বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোহাম্মদ রাসেল সহ প্রমুখ।
মন্তব্য চালু নেই