পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এম,পি মহোদয়ের সহধর্মিনী কামরুন্নাহার শরীফ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সহকারী কমিশনার (ভূমি) সরকার মো‏হাম্মদ রায়হান, সাধারণ সম্পাদক আঃ গফুর মিয়া।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে,এম রইচ উদ্দিন রবির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আফতাব হোসেনের আমন্ত্রনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান। ক্রিড়া প্রতিযোগীতায় ৩০ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।



মন্তব্য চালু নেই