পাবনার আটঘরিয়ার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও অভিভাবক সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এম,পি মহোদয়ের সহধর্মিনী কামরুন্নাহার শরীফ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম রতন, সহকারী কমিশনার (ভূমি) সরকার মোহাম্মদ রায়হান, সাধারণ সম্পাদক আঃ গফুর মিয়া।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে,এম রইচ উদ্দিন রবির সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আফতাব হোসেনের আমন্ত্রনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী খান। ক্রিড়া প্রতিযোগীতায় ৩০ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
মন্তব্য চালু নেই