মেলায় শেখ হাসিনার ১১ বই
গ্রন্থমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’সহ ১১টি বই প্রকাশিত হয়েছে। বইগুলো প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
‘শেখ মুজিব আমার পিতা’ গ্রন্থটি মূলত শেখ হাসিনা লিখিত স্মৃতিকথামূলক আত্মজৈবনিক রচনা। যাতে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর জীবন এবং বঙ্গবন্ধু পরিবারের অনেক অজানা তথ্য। এ ছাড়াও রয়েছে জননেত্রী শেখ হাসিনার লড়াই-সংগ্রামের ইতিহাস।
অন্যান্য বইগুলো হল— বাংলাদেশ জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (শেখ হাসিনা ও বেবী মওদুদ সম্পাদিত, প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী) সাদাকালো (প্রচ্ছদ : মাসুক হেলাল, মূল্য : ১২৫ টাকা), ওরা টোকাই কেন (প্রচ্ছদ : রফিকুন নবী, মূল্য : ১২৫ টাকা), ডেমোক্রেসি ইন ডিস্ট্রেস হিউম্যানিটি (প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী, মূল্য : ১০০০, পিপল অ্যান্ড ডেমোক্রেসি (প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী, মূল্য : ১৫০ টাকা), বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা (প্রচ্ছদ : মাসুক হেলাল, মূল্য : ১৫০), আমরা জনগণের কথা বলতে এসেছি (প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী, মূল্য : ৪২৫), জাতিসংঘ মিলেনিয়াম সামিটে (প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী, মূল্য: ১০০ টাকা), লিভিং ইন টিয়ারস (প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী, মূল্য : ১৫০) এবং সহেনা মানবতার অবমাননা (মূল্য : ১৫০)।
মন্তব্য চালু নেই