বইমেলায় নিষিদ্ধ ভব’র চটি

অমর একুশে গ্রন্থমেলায় শতাব্দী ভবের বই ভব’র চটি নিষিদ্ধ করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। রোববার বিকেলে মেলা প্রাঙ্গণে বই নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। বইটি বের করেছে পাললিক সৌরভ। বই নিষিদ্ধের খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বইটির প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। তিনি লেখেন, ‘আমার প্রচ্ছদ করা শতাব্দী ভব এর স্যাটায়ারমূলক বই নিষিদ্ধ করল বাংলা একাডেমি। আমি ঠিক বুঝি না উদ্ভট গাধার পিঠে কীভাবে বাংলা একাডেমি চলছে???’

চারু পিন্টু বলেন, বই নিষিদ্ধের বিষয়ে মাইকের ঘোষণা শুনেছি।

বইটির বিষয় সম্পর্কে শতাব্দী ভব বলেন, ‘বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় আমার বইটি নিষিদ্ধ করা হয়েছে।’

‘বই নিষিদ্ধ করার আগে বাংলা একাডেমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা কোনো চিঠি দেয়নি’ বললেন শতাব্দী ভব।

‘আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। ডিজি স্যারের রুমে গেছিলাম। কিন্তু পাইনি।’

বইটির বিষয়বস্তু সম্পর্কে লেখক বলেন, ভব’র চটি বইটিতে বেশকিছু অনুকাব্য আছে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গ ছিল। মূলত রাজনীতি, অর্থনীতি, সমাজ বিশ্লেষণ এই অনুকাব্যগুলোর বিষয়।’

বইটির পাঠক গবেষক ও গল্পকার রেজা ঘটক বলেন, ‘আমার জানামতে বইটি এ পর্যন্ত বেস্ট সেলার। হঠাৎ এই বইটি নিষিদ্ধ করায় আমরা বিস্মিত।’



মন্তব্য চালু নেই