যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শোকাবহ ইতিহাস

রোববার যশোরের রিক্সা-ভ্যান শ্রমিকদের শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে শোকাবহ ইতিহাস। কর্মসুচীর মধ্যেছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, স্মরণ সভা, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও তৈরী খাবার বিতরণ।

সকালে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় এক স্মরণ সভার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ কাজী নাবিল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এস এম কামরুজ্জামান চুন্নু, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সবুর হেলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিত কুমার নাথ প্রমুখ। উল্লেখ্য ১৯৯০ সালে এই দিনে পুলিশের গুলিতে শাহাদৎ বরণ করেন ৫ রিকসা ভ্যান শ্রমিক। এর আগে ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে বিভিন্ন সংগঠন, সকাল ১০টায় শোক র‌্যালি, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে তৈরী খাবার বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই