নাশকতার অভিযোগে চাটমোহরে যুবদল সভাপতিসহ আটক ৫

নাশকতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা যুবদল সভাপতি সহ যুবদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দু’টার দিকে তাদের আটক করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে চাটমোহর পৌর সদরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে অন্তত সাতটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা। এরপর রাতেই অভিযানে নামে পুলিশ। অভিযানে পৌর সদরের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো-চাটমোহর উপজেলা যুবদলের সভাপতি পৌর সদরের জিরো পয়েন্ট এলাকার মৃত রহমত আলীর ছেলে সেলিম রেজা (৫০), গুনাইগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি চরপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মুরাদ হোসেন (৩২), একই ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি চরপাড়া গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে আলাল হোসেন (৪০), ছাইকোলা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ড যুবদলের সভাপতি কাটেঙ্গা গ্রামের তাছের মোল্লার ছেলে আব্দুল হান্নান (৪৮), যুবদল সদস্য একই গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে মো. নুরুজ্জামান (৪৮)।
এ ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটককৃতদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য চালু নেই