পঙ্গুত্বকে হার মানিয়েছে এসএসসি পরীক্ষার্থী চাটমোহরের রিয়া
সহপাঠিদের সাথে সিটে বসে পরীক্ষা দিতে পারেনি। বিছানায় বসে একাকীত্ব পরীক্ষা দিতে হচ্ছে তাকে। টানা অবরোধ-হরতালে বার বার তারিখ পরিবর্তনের মধ্যে শুরু হওয়া গত শুক্রবারের এসএসসি পরীক্ষায় পাবনার চাটমোহরের মেয়ে বিলকিস আক্তার রিয়া (১৬) পঙ্গুত্ব জীবন নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন।
পঙ্গুত্ব তাকে হার মানাতে পারিনি। মনের উদ্যোম সাহসী নিয়ে ভাল ফলাফলের প্রত্যাশায় সে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। রিয়া উপজেলার ছাইকোলা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ভ্যান চালক আজাহার আলীর মেয়ে ও ছাইকোলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার এ পঙ্গুত্ব জীবনের সূচনা এক বীরল ঘটনাবহুল ট্র্যাজিডির মধ্য দিয়ে। পাঁচ মাস আগেও সে সুস্থ্য সবল মেধাবী ছাত্রী হিসেবে এলাকায় বেশ পরিচিত ছিল।
কিন্তু ভাগ্যের নির্মম নিয়তির কাছে পরাজিত হয়ে কোন রকম বেঁচে আছে রিয়া। হয়তো সেদিনের সেই দূর্ঘটনায় লাশের সারিতে সেও থাকতে পারতো। যেখানে মূহুর্তের বাস দূর্ঘটনায় ৩৯টি তাজা প্রাণ ঝড়ে যায়। আর সেই দূর্ঘটনার মাঝে জীবন নিয়ে ফিরে আসলেও নিতে হয়েছে পঙ্গুত্বকে বরণ করে। তবু দমিয়ে রাখতে পারেনি তাকে। এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।
গত ৫ মাস আগে দেশের আলোচিত চলনবিলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার রেজ্জাক মোড়ে (রেজুর মোড়) সংঘটিত সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিলকিস আকতার রিয়া এবারের এসএসসি পরীক্ষায় চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছে।
ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৯ জন নিহত এবং বিলকিসসহ অনেকেই মারাত্মক আহত হন। দুর্ঘটনায় আহত হয়ে রিয়া প্রায় দেড় মাস (৪৩ দিন) সংজ্ঞাহীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
কিছুটা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেই এসএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেছেন। দূর্ঘটনার পর মাথায় ১৮টি সেলাই পড়েছে। তার বাম পা দূর্ঘটনায় ভেঙ্গে পঙ্গু হয়ে গেছে। সে দাঁড়াতে পারে না। বিছানায় বসে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে আহত বিলকিস কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, জিপিএ-৫ নিয়ে এসএসসি পাশ করবো-এমনটা আশা ছিল। কিন্তু আমার সে আশা আজ ভেঙ্গে যেতে বসেছে। ভাল ফলাফল হবে কিনা জানি না। তিনি ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাকে মারেননি সত্য, কিন্তু যে ক্ষতি হলো, তা কিভাবে কাটিয়ে উঠবো।
মন্তব্য চালু নেই