রবি ও মঙ্গলবারের পরীক্ষা পেছাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের কারণে ফের পরিবর্তন করা হল এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি। রবিবারের পরীক্ষা শুক্রবার সকাল ৯টায় ও মঙ্গলবারের পরীক্ষা শনিবার সকাল ১০টায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

চট্টগ্রাম সার্কিট হাউসে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ৮ ফেব্রুয়ারির এসএসসির ইংরেজি প্রথম পত্র, দাখিলের আরবি প্রথম পত্র ও কারিগরীর গণিত-২ বিষয়ের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারির এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলের আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২, সামাজিক বিজ্ঞান-২ পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কর্মসূচি পালন করবেন করেন। কিন্তু ছেলেমেয়েদের স্বার্থে পরীক্ষা ব্যাহত করবেন না। আপনারা পরীক্ষার আগের দুই ঘণ্টা ও পরের দুই ঘণ্টা হরতাল থেকে বিরত থাকুন। তাতেও ছেলেমেয়েরা পরীক্ষাটা দিতে পারবে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে তাদের অনুরোধ করেছিলাম, ছেলেমেয়েদের পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত করবেন না। জাতিকে সর্বনাশের পথে ঠেলে দিবেন না। কিন্তু তারা তা শোনেনেনি। আমাদের আবেদন তারা বিবেচ্য মনে করেনি।

শিক্ষামন্ত্রী বলেন, হরতালেও পরীক্ষা দেওয়ার দাবি করেছে অনেকে। অনেকে বলেছে, তারা কেন্দ্র পাহারা দেবে। আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সবার প্রতিই আমাদের আস্থা আছে। কিন্তু আমাদের কাছে আমাদের সন্তান ও শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি না। পরীক্ষা অনুষ্ঠিত হলে তাদের নিরাপত্তা অনিশ্চয়তার আশঙ্কা রয়েছে, তাদের বিপদের ঝুঁকি আছে। তাই পরীক্ষা পেছান হয়েছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ৬ বছর ধরে একইভাবে পরীক্ষা হচ্ছে। ২ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষায় একটি শৃঙ্খলা ফিরে এসেছে। কিন্তু আমরা এবার প্রথম দু’টি পরীক্ষাও পিছিয়ে দিয়েছি। শৃঙ্খলা বজায় রাখতে পারলাম না।

হরতাল-অবরোধ কর্মসূচির ব্যাপারে তিনি বলেন, এটা নিষ্ঠুর আচরণ। দরিদ্র মানুষ, ছেলেমেয়েরা মারা যাচ্ছে। যারা বেঁচে আছে তাদের জীবনও অর্থহীন হয়ে যাবে।

এর আগে, হরতালের কারণে ২ ফেব্রুয়ারি ও ৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য চালু নেই