কুমিল্লায় খালেদা জিয়াসহ ৭৬ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে সাতজনকে হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৭৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানায় এক সপ্তাহে খালেদা জিয়ার বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা।

চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন। মামলায় ৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে দুটি মামলা করা হয়। মামলার অন্যতম আসামি জামায়াতের প্রাক্তন সাংসদ ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, মঙ্গলবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমা হামলায় সাতজন মানুষ পুড়ে মারা যায়। আহত হন ৩০ জন। এ ঘটনায় এসআই নুরুজ্জামান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য চালু নেই