পাঁচ দিনের রিমান্ডে ফালু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে খিলগাঁও থানা পুলিশ।
গত ৩০ জানুয়ারি খিলগাঁও এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
রোববার রাত পৌনে ৮টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে থেকে মোসাদ্দেক আলী ফালুকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মন্তব্য চালু নেই