বিগ বস বিজয়ী গৌতম গুলাটি

এবারের বিগ বসের ৮ম আসরের খেতাব জিতেছেন টিভি সিরিয়ালের অভিনেতা গৌতম গুলাটি। ৩১শে জানুয়ারি এই আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। টপ ৫ ফাইনালিস্ট কারিশমা, আলী, প্রীতম, ডিম্পি কে হারিয়ে জয়ী হন গৌতম। বিজয়ী হিসাবে তিনি পান ৫০ লাখ ভারতীয় রুপি।
প্রথমে টপ ৫ থেকে বাদ পরে যান আলী এবং ডিম্পি। এরপর বিগ বসের এক টুইস্টে, টপ-৩ এর যে কোন একজনকে ২৫ লাখ রুপি নিয়ে বিদায় নিতে বলা হলে প্রীতম সেটি নিয়ে বিগ বসকে বিদায় বলেন। তারপর কারিশমা আর গৌতম থেকে গেলে এদের মধ্যে থেকে অনুষ্ঠানের সঞ্চালক ফারাহ খান দর্শকদের ভোটে এগিয়ে থাকা গৌতমকে বিজয়ী ঘোষণা করেন।
গুড লুকিং এই টিভি অভিনেতা প্রথম দিনেই সব প্রতিযোগীদের কাছে নেতিবাচক প্রতিযোগী হিসাবে ফুটে উঠেন।
বিগ বস একটি গেম শো যা তিনি পুরোপুরি খেলেছেন। প্রেম, কান্নাকাটি, ঝগড়া ঝাটি, ফান, বিনোদন, মানুষের আবেগ, সব মিলিয়ে একেবারে সঠিক গেম খেলেছেন তিনি।
চূড়ান্ত পর্বের অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ করতে যোগ দেন রজত শর্মা, মালাইকা অরোরা খান এবং সোনাক্ষি সিনহা।



মন্তব্য চালু নেই