‘প্রলাপ’
‘প্রলাপ’
-আবু শামায়েল
ঘামে ভেজা চাদর, তেল চিটে বালিশ!
উইয়ে খাওয়া সলতে, উন্মাদ নালিশ।
মাজন বিহীন দাত, পিত্তের দুগন্ধ-
কাব্য হীন যতী ছেদ অন্ত লয় ছন্দ!
তাপস্য সাধনা হীন মহা সাধক,
মাদকতার নেশা বিহিন মাদক!
বিবস্ত্র বাসনা আর উলঙ্গ স্বাদ-
নির্লজ্ব পশু, জানোয়ার উন্মাদ।
ধর্ষিত আত্না, মৃত্যুপ্রায় মহা বিশ্ব!
স্রষ্টার প্রকৃতি শেষ প্রায় নিঃশ্ব।
নেশা গ্রস্থ স্বপ্ন, নিভু প্রায় আশা-
তবু তব তরে অফুরন্ত প্রেম ভালোবাসা!!!
মন্তব্য চালু নেই