পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত

পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে একটি মালাবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় রেল যোগাযোগ স্বাভাবিক আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের স্থানীয় কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত নতুন ট্রেন চালকদের অদক্ষতার কারণে এ দূর্ঘটনা ঘটে। তিনি জানান, মাত্র দু’দিন আগে স্থাপন করা নতুন লাইনে যে স্পীডে ট্রেন চালানোর কথা তার চেয়ে দ্বিগুন গতিতে ট্রেন চালানোর কারনে মুলত: লাইনচ্যুত হয় ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেনের মালভর্তি চারটি বগি।

তবে এ দূর্ঘটনাটি মেইন লাইনের বাইরে অন্য লাইনে হওয়ায় অন্যান্য ট্রেন যাতায়াতের কোনো সমস্যা নেই। রেল যোগাযোগ স্বাভাবিক আছে বলেও জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আলহাজ্ব মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেলা তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।



মন্তব্য চালু নেই