সাতক্ষীরায় ভারতীয় কাপড় ও থ্রি-পিচ উদ্ধার

সাতক্ষীরায় পাচার হয়ে আসা ভারতীয় কাপড় ও একটি মটর সাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক কাপড়ের মধ্যে ১ হাজার ৩৯ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি, ৩৬৬ পিস থ্রি-পিস ও ৭৫ কেজি পাউডার জাতীয় দ্রব্য রয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে সাতীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদাড়ি বিলের মধ্য থেকে এসব কাপড় ও মটর সাইকেল উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ সাতীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলসহ কাপড়গুলো আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। এসব মালামালের মূল্য ৩৩লাখ টাকা বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই