বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতক্ষীরা শাখার বার্ষিক সাধারন সভা

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় সাতীরা জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বার্ষিক সাধারন সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতীরা জেলা শাখার সাধারন সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সাতীরা জেলা শাখার সহ সভাপতি প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, মোঃ মোজাম্মেল হক, সহ সম্পাদক মোঃ আব্দুর রব ওয়ার্ছী। এসময় বক্তারা প্রবীণদের জন্য বার্ধক্য বিষয়ক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, স্বতন্ত্র মন্ত্রনালয় গঠন, বিশেষ জাতীয় পরিচয়পত্র প্রদান, বয়স্কভাতা প্রদান, বিনা সুদে ঋণ প্রদান, যাতায়াত পরিবহন ব্যবস্থা, হাসপাতাল, থানা, আদালতসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে স্বতন্ত্র বুথ করা, প্রবীণদের জন্য পৃথক স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা করা, চিত্ত বিনোদনের সুযোগ, বয়সভেদে কর্মসংস্থানসহ প্রবীণদের জন্য নিবাসের ব্যবস্থা করার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, নির্বাহী সদস্য প্রফেসর খায়রুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মজিদ, আলহাজ্ব আফাজউদ্দীন, কামরুল ইসলাম ফারুক, আলহাজ্ব শেখ আজিজুল হক, মোঃ নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য চালু নেই