মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গত ১৫ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় পল্টন থানা পুলিশ। প্রতিবেদনে ঘটনাটির সত্যতা পাওয়ায় ১৮ ডিসেম্বর মামলাটি আমলে নিয়ে মির্জা ফখরুলকে হাজির হতে সমন জারি করেন আদালত। কিন্তু তিনি হাজির না হওয়ায় বা তার কোনো আইনজীবী এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত।

জানা যায়, গত বছরের ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও আওয়ামী লীগকে ‘খুনির দল’ আখ্যা দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

গত ১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ ও আওয়ামী লীগকে ‘খুনির দল’ বলার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আদালতে মানহানির মামলাটি দায়ের করেছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি নূর আলম সিদ্দিকী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্ত করে গত বছরের ১৫ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।



মন্তব্য চালু নেই