শ্যামনগরে কমিউনিটি পেট্রোলিঙ্ক ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ
বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপি মিলনায়তনে ওয়াইল্ডটিম সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে কমিউনিটি পেট্রোলিঙ্ক ও নিরাপত্তা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্টিত হয়।
মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে প্রশিক্ষণ সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ টি এম আনিছুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার এস আই জাবিদ হাসান,ইউনিয়ন ভিডিপি দলনেতা মোস্তফা কামাল,টাইগার পেট্রোলিঙ্ক টিমের ক্যাপেন্ট রুদ্র কওছার,প্রোগ্রাম অফিসার মোঃ নুরুন নবী,ওয়াইল্ডটিম সাতক্ষীরার সিনিয়র এ্যাসিট্যান্ট আবু জাফর,আলম হাওলাদার,খায়রুল ইসলাম প্রমুখ।
মঙ্গল ও বুধবার ২৪ জন ভিটিআরটি,এফটিআরটির অংশগ্রহনে দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসলে পুলিশ সদস্য,আনসার ভিডিপি সদস্য,ভিটিআরটি ও এফটিআরটি সদস্যদের ভূমিকা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য চালু নেই