ফরিদপুরে রুপালী ব্যাংকের পক্ষ থেকে মামলা

ফরিদপুরের রুপালী ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়েছে গতকাল রবিবার রাতে মামলাটি দায়ের করেন ব্যাংকের ম্যানেজার খান মোঃ শহিদুল ইসলাম। এ মামলায় রুপালী ব্যাংকের অফিস সহকারী আবুল কালামকে প্রধান আসামী ও অজ্ঞাত দুইজনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক মামলার কথা স্বীকার করে বলেছেন, ঘটনার সাথে জড়িত মুল আসামী আবুল কালামকে আটক করা হয়েছে, তার বাড়ী থেকে প্রায় সব টাকাই উদ্ধার করা হয়েছে। এবার এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে আবুল কালামকে রিমান্ডে নেয়া হবে। আজ তাকে আদালতে প্রেরন করে রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য গত শুক্রবার ব্যাংকের মূল ভোল্ট খুলে অফিস সহকারী আবুল কালাম ১ কোটি ৫৭ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে টাকা গুলো সে তার বাড়ীর আঙ্গিনায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর রেখে মাটিতে পুতে রাখে। গতকাল রবিবার পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে আবুল কালাম টাকা চুরির কথা স্বীকার করে। আবুল কালামের বাড়ী থেকে গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ চুরি করা ১কোটি ২২লাখ টাকা উদ্ধার করে।



মন্তব্য চালু নেই