নোয়াখালী সোনাইমুড়ীতে ৪ জুয়াড়ির কারাদন্ড

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের অভিযান চালিয়ে চার জুয়াডিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে রুহুল আমিন (৩৫), একই এলাকার আব্দুল মতিনের ছেলে মোশারফ হোসেন (২৮), ওলি উল্ল্যার ছেলে ছালেহ উদ্দিন (২৭) ও মো. শাহজাহানের ছেলে মোয়াজ্জেম হোসেন (২৮)। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর গ্রামের একটি পরিত্যাক্ত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়াডি মোশারফ হোসেনকে ৩মাস, রুহুল আমিনকে ২দিন, ছালেহ উদ্দিনকে ১মাস ও মোয়াজ্জেমকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।



মন্তব্য চালু নেই