পাবনার সুজানগর পদ্মার চরাঞ্চলে টমেটো চাষে বাম্পার ফলন
পাবনা জেলার সুজানগর পদ্মর চরাঞ্চলে এ বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। সেই সাথে বর্ষা শেষে পদ্মার বুকে জেগে উঠা চরে এ আবাদে এসেছে স্থানীয় দ্ররিদ্য কৃষকের পরিবারে সচ্ছলতা।
জানা যায় ১৯৯৯ এর দিকে উপজেলার সারকান্দি গ্রামের কৃষক আনছার আলীর হাত ধরে এ অঞ্চলে টমেটো চাষের সুত্রপাত।পরে তা ছড়িয়ে পরে পাশ্ববর্তী অঞ্চল খলিল পুরেও।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এ বছর সারকান্দি ও খলিলপুরে ৪হাজার ২শ হেক্টর জমিতে এ টমেটো চাষ করা হয়েছে।
কৃষক আনছার বলেন, আবহাওয়া ভাল থাকায় এ বছর বিঘা প্রতি জমিতে টমেটো ফলন হয়েছে ২৫০ থেকে ২৭০ মন। বাজার ভাল থাকাতে খরচ বাদে বিঘা প্রতি লাভ হচ্ছে ৪০ হাজার টাকা।
উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আগে কৃষকরা চরকে বালু ভেবে ফেলে রাখতো কিন্তু এখন চাষাবাদ করে নিজেদের সচ্ছলতা আনছে।
জেনে নিন টমোটো চাষ সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্যঃ
মন্তব্য চালু নেই