মে দিবসে উপলক্ষে ১ মে সংবাদপত্র অফিসগুলোতে ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মে দিবসে সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। ফলে পরেরদিন, ২ মে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা করা ও সপ্তাহে একদিন ছুটির দাবিতে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে আন্দোলন গড়ে তোলে শ্রমিকরা।
এরই ধারাবাহিকতায় সে বছর ১ মে ধর্মঘট চলার সময় শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ।
ওই দিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে প্রতি বছর ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসাবে পালনের ঘোষণা দেয়া হয়।
পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে।
মন্তব্য চালু নেই