কালবৈশাখী ঝড়ে চার জেলায় নিহত ১৬
কালবৈশাখী ঝড়ে রোববার রাতে নেত্রকোনার চার উপজেলায় ১০ জন, সুনামগঞ্জের ধরমপাশায় চার জন এবং সিলেট ও নওগাঁয় একজন করে নিহত হয়েছেন। সংশ্লিষ্ট এলাকার জেলা ও উপজেলা প্রশাসন এ মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহমান জানান, রোববার রাতে দেশের বিভিন্ন স্থনে কালবৈশাখী ঝড় হয়।
নেত্রকোনা: রাত সাড়ে ১০টা থেকে প্রায় ১২টা পর্যন্ত নেত্রকোনা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় এক পরিবারের চার জনসহ ১০ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতলসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, এ উপজেলায় কালবৈশাথী নিহতরা হলেন বিষমপুর গ্রামের আফরোজা (৩০), তার তিন ছেলে পারভেজ (১০), রানা (৭) ও রনি (২), নয়ননগর গ্রামের আলাউদ্দিনের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র মামুন, নাজিরপুরের আনন্দ বাজার গ্রামের ডেপুটি বেগম (৫৫) এবং রাণীগাও গ্রামের আহলাদেন্নেছা (৪৫)। এছাড়া এক হাজারের বেশি কাঁচা ও আথাপাকা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার গাছপালা ভেঙ্গে গেছে বলে তিনি জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী জানান, বরনী চকপাড়া গ্রামের ফজর আলী (৭২) ঘরচাপা পড়ে মারা গেছেণ। কালিয়ার গাবরাগাতি ইউনিয়নের পুরো এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এখানে অন্তত পাচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্বৃতি দিয়ে মোস্তারী কাদেরী জানান, তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন নিহতদের পরিবারদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও ১০ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে, তাদেরও প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান জানান, ঝড়ের কবলে পড়ে গাবারকান্দা গ্রামের আব্দুস ছোবহানের ছেলে এমদাদ (১৪) মারা গেছে। এছাড়াও অন্তত ১০টি গ্রমের দুই শতাধিক বাড়িঘর ছাড়াও বহু গাছপালা ভেঙ্গে গেছে।
মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক জানান, উপজেলার হরিপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে সুমা আক্তারের (৯) মৃত্যু হয় ঘর বিধ্বস্ত হয়ে।
উপজেলার ৭টি গ্রামে অর্ধশতেরও বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় বলে তিনি জানান।
সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ইয়ামিন চৌধুরী বলেন, রাতে কালবৈশাখী ঝড়ে ধরমপাশা উপজেলায় চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সুকাইরাজাপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামের কাচুমিয়া (৩৫), একই ইউনিয়নের মধুপুর গ্রামের শামসুমিয়া (৬৫), দক্ষিণ সুকাইরাজাপুর ইউনিয়নের বড়কান্দা গ্রামের বেবী আক্তার (৮) এবং দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের দাকিয়া গ্রামের দুদু মিয়া (৪০)।
সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, ঝড়ে উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের গোরকপুর গ্রামের প্রয়াত ইয়াকুব আলীর স্ত্রী আলতাফুন্নেছা (৫৫) মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন বলেও তিনি জানান।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক অমিত হাসান জানান, রাত ১২টা ৪৮ মিনিট থেকে ১২টা ৫২ মিনিট পর্যন্ত দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঝড়ের গতিবেগ ছিলো ঘন্টায় ৮২ কিলোমিটার।
সিলেট জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা নৃকেশ রায় জানান, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। বিভিন্ন উপজেলায় বিদুৎ সরবরাহ না থাকায় তথ্য আসতে বিলম্ব হচ্ছে। তবে বেশকিছু বাড়িঘর, দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়েছে।
নওগাঁ: নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে বয়ে যাওয়া এ ঝড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন চকবিরাম এলাকায় ঘরের ছাউনি পড়ে আবু ইসার (১৮) মৃত্যু হয়। আবু ইসা জেলা শহরের চকবিরাম মহল্লার শাফিকুল ইসলামের ছেলে।
অন্যরা এখন যা পড়ছেন
রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে আত্রাইয়ের প্রতিসর
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : আসছে ২৫ বৈশাখ সাজছে পতিসর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্যবিস্তারিত
রাণীনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবারবিস্তারিত
মহাদেবপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ২শ’ বোতল ফেন্সিডিলসহ টিপু সুলতান (৩৮) নামেবিস্তারিত
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পতিসর পরিদর্শন
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষেবিস্তারিত
রাণীনগরে শতবর্ষের ঐতিহ্যবাহী চরক পূজা অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): গত সোমবার নওগাঁর রাণীনগর উপজেলার মাধাইমুড়ি গ্রামে শতবর্ষের ঐতিহ্যবাহী চরকবিস্তারিত
আত্রাইয়ে নদীতে আকস্মিক পানি বৃদ্ধি ফসলের ব্যাপক ক্ষতি
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাইবিস্তারিত
রাণীনগরের আতাইকুলা গণহত্যা দিবস মঙ্গলবার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : কাল ২৫ এপ্রিল,রাণীনগরের আতাইকুলা গণহত্যা দিবস। ১৯৭১ সালে এইবিস্তারিত
রাণীনগরে কালবৈশাখীর ছবল ॥ বোরো ধানের ব্যাপক ক্ষতি
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বুধবার রাতে কালবৈশাখী ঝড়বিস্তারিত
রাণীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে মঙ্গলবার সন্ধ্যায় রয়েল হোসেন (২৫) নামের এক যুবকবিস্তারিত
একই রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা
নওগাঁর মান্দায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক ও প্রেমিকা। তারা হলেন- উপজেলারবিস্তারিত
নওগাঁয় বরেন্দ্র অঞ্চেলের পতিত জমিতে বাড়ছে আম বাগান
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর ঠাঠা হিসাবে পরিচিত বরেন্দ্র অঞ্চলের পতিত জমিতে প্রতিবিস্তারিত
রাণীনগরে আশা’র স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’রবিস্তারিত
আত্রাই-বান্দাইখাড়া সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাই-বান্দাইখাড়া সড়কের সংস্কার কাজ এগিয়ে চলেছে। সড়কটি পূর্ণবিস্তারিত
সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে প্রেস কনফারেন্সের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধবিস্তারিত
আত্রাইয়ে কৃষকের মাঝে প্রণোদনা উপকরন বিতরণ
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশবিস্তারিত
মন্তব্য চালু নেই