মাশরাফিকে ঘিরে ফেলেছে ভক্তরা, তার নিজ বাড়িতে অবাক করা ঘটনা
পেয়েছে তারা পছন্দের মানুষ মাশরাফি বিন মুর্তজাকে। তাইতো তার নিজ বাড়িতে এক অবাক করা ঘটনা। যে মাশরাফির জন্য মানুষ লাফিয়ে স্টেডিয়ামে নামে তাকে যদি পাওয়া যায় হাতের কাছেই, ছোঁয়া দেয়া যায় তবে আর কি!
বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাবা-মা, বন্ধু ও স্বজনদের সঙ্গে দেখা করতে নড়াইলে এসেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি নড়াইলে আসেন।
তবে, বিষয়টি আজ বুধবার সকালে জানাজানি হলে ভক্তরা তার নড়াইল শহরের বাড়িতে ভিড় করেন। তাকে ঘিরে ফেলে ভক্তরা। মাশরাফির সঙ্গে ছবি তোলেন। প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তবে সাংবাদিকদের সাথে কথা বলেননি মাশরাফি।
মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন জানান, দুইমাস আগে মাশরাফি নড়াইলে এসেছিল। চলতি মাসে আয়ারল্যান্ড সফর করবে মাশরাফিরা। দেশের বাইরে খেলতে যাওয়ার আগে পরিবারে সঙ্গে দেখা করতে তার নড়াইলে আসা। এদিকে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশ্যে নড়াইলে ত্যাগ করে মাশরাফি।
মন্তব্য চালু নেই