দুর্গাপুরে ৪ জন শিক্ষক দিয়ে চলছে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পাঠদান
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে জমিদার বাড়ীতে উপজেলার একমাত্র সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়টিতে শিক্ষক স্বল্পতা দিয়ে চলছে পাঠদান কার্যক্রম।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, ১৭টি সৃষ্ট পদের মধ্যে মাত্র ৪জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চলছে। স্কুলের বর্তমান ছাত্রী সংখ্যা ২৯৮ জন। গণিত, জীববিজ্ঞান, ইংরেজী ও শারীরিক সহ ১৩টি বিষয়ের শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম দারুনভাবে ব্যহত হওয়ার ফলে স্কুলে ছাত্রী উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। প্রায় শতাধিক ছাত্রী অভিযোগ করে যুগান্তরকে বলেন, শিক্ষক স্বল্পতার কারনে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজও পড়ানো হচ্ছে না। বছরের প্রায় চার মাস চলছে তাই অবিভাবকরা ভোগছেন দারুন উদ্বেগ ও উৎকণ্ঠায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক রমা রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার সাধ্যমত উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর শিক্ষক চেয়ে আবেদন করা সত্বেও এর সমাধান না হওয়ায় ৪জন শিক্ষক দিয়েই স্কুলের পাঠদান কার্যক্রম চালাচ্ছি। স্কুলে শিক্ষক না থাকায় বাধ্য হয়ে অবিভাবগন বিভিন্ন কোচিং সেন্টারে উচ্চ বেতনে পাঠদান চালাচ্ছেন যাহা অনেক অবিভাবকের পক্ষে কষ্টকর হয়ে পড়েছে। এলাকাবাসী ও অবিভাবকরা এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ মাননীয় শিক্ষা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
মন্তব্য চালু নেই